কিভাবে TIN Certificate বাতিল করবেন একটি নমুনা আবেদন - eTIN Certificate

 সকলের সুবিধার্থে TIN বাতিল করার একটি নমুনা আবেদন নিচে দেয়া হলো।


জনাব,


বিনীত নিবেদন এই যে, আমি ABC, যার জাতীয় পরিচয়পত্র নম্বরঃ 123456789, নিম্নে উল্লেখিত ব্যবসায়িক প্রয়োজনে/ জমিজমা সংক্রান্ত কাজের জন্য/ অন্যান্য কারণে ২০** সালে একটি TIN সার্টিফিকেট করেছিলাম যার নম্বর 123456789। কিন্তু বর্তমানে ব্যবসায় আর্থিকভাবে ক্ষতি হওয়ায়/ জমিজমা সংক্রান্ত কাজ মিটে যাওয়ায়/ অন্যান্য কারণে দীর্ঘ্যদিন কোনো করযোগ্য আয়  না থাকায় আমি গত ৩ বছর যাবত শুন্য রিটার্ণ সার্টিফিকেট জমা দিয়ে আসছি যার প্রমাণযোগ্য কপি সংযুক্ত করা হলো। বর্তমানে করযোগ্য কোনো আয় না থাকায় আমি আমার TIN: 123456789 বাতিল করতে ইচ্ছুক।


অতএব, জনাবের নিকট আমার আকুল আবেদন, আমার বর্তমান পরিস্থিতি বিবেচনাপূর্বক আমার TIN বাতিল করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে বাধিত করবেন। 


বিনীত নিবেদক,

আপনার নামঃ

ঠিকানাঃ 

TIN নম্বরঃ

মোবাইল নম্বরঃ 


যা যা সংযুক্তি করতে হবে:


১। আপনার জাতীয় পরিচয়পত্রের ফটোকপি।

২। পূর্বের কোনো ট্যাক্স রিটার্ণ সার্টিফিকেট থাকলে তার কপি। 

৩। পরপর ৩ বার শুন্য আয়কর রিটার্ণের কপি।

৪। TIN সার্টিফিকেট এর কপি।

৫। TIN হোল্ডার যদি মৃত হন তাহলে তার ডেথ সার্টিফিকেটের কপি।



তবে যদি কারো পক্ষে TIN নম্বর বহাল রাখা সম্ভব হয় তাহলে তার উচিৎ হবে TIN বাতিল অথবা বন্ধ না করা। কেননা ৬৫ বছরের উর্ধ্বে অথবা মৃত নন এমন অধিকাংশ ব্যক্তির জীবনে কোনো না কোনো সময় পুনরায় TIN এর প্রয়োজন হতে পারে। 


আরও পড়ুনঃ

৫ টি শর্তে বাতিল করতে পারবেন আপনার TIN / eTin Certificate

সহজে eTin User ID & Password Recovery করুন - 2023


Post a Comment

0 Comments