bKash Savings এখন ঘরে বসে: bKash Digital Savings Scheme

ঘরে বসে বিকাশের যত প্রকার সুবিধা আপনারা এতদিন উপভোগ করেছেন তাতে নতুন মাত্রা যোগ করতে bKash ও IDLC Finance Limited নিয়ে এসেছে বিকাশ ডিজিটাল সেভিংস স্কিম (BKash Digital Savings Scheme)। এটিই বাংলাদেশের প্রথম ডিজিটাল সেভিংস স্কিম সিস্টেম যা দিয়ে এখন সেভিংস করতে পারবেন ঘরে বসে। শুধু তাই নয়, সেভিংস এর ওপর ইন্টারেস্ট-ও পাবেন। বিকাশ এবং IDLC Finance-এর এই উদ্যোগ এর বদৌলতে এখন যেকোনো সময়, যেকোনো স্থান থেকে কোনো রকম কাগজ পত্র ছাড়াই মাত্র কয়েকটি স্টেপ ফলো করেই চালু করতে পারবেন BKash Digital Savings Scheme।

Bkash Digital Savings Scheme কি? 


আমরা সাধারণত ডিপিএস বা সঞ্চয় সেবার জন্য সরাসরি ব্যাংকে লেনদেন করে থাকি। এতে আমাদের সময় সাথে কিছুটা দৌড়াদৌড়ির মত ঝক্কি ঝামেলাও পোহাতে হয়। শুধু এখানেই শেষ নয়, কাগজপত্র জমা দেয়া সাথে মাসে মাসে টাকার কিস্তি জমা দিতেও ভুলে যাই আমরা প্রায়ই। এসব সমস্যার একটি ওয়ান স্টপ সল্যুশান বলা যায় এই bKash Digital Savings Scheme। এখন থেকে ব্যাংকে না গিয়ে ঘরে বসেই এ্যকাউন্ট খুলে, সেখানে অটোমেটিক টাকা জমা হয়ে যাওয়ার মত সুবিধা পাবেন বিকাশেই। শুধু চাই একটি স্মার্টফোন আর বিকাশ এ্যাপ।  



কীভাবে ঘরে বসে Savings করবেন বিকাশে?  


১। বিকাশ এ্যাপে ঢুকে আরও (More) আপশনে ক্লিক করলে বিকাশ সেভিংস (Savings) অপশনটি দেখতে পারবেন।


২। এখানে ক্লিক করার পর টার্মস এন্ড কন্ডিশানস (Terms and Conditions) এ টিক দিয়ে নিচে প্রসিড (Proceed) বাটনে ক্লিক করুন।


৩। আপনার যদি eTIN থাকে তাহলে সেটার ইনফরমেশন এ্যাড করুন। eTIN থাকলে ১০% ট্যাক্স, আর না থাকলে ১৫% ট্যাক্স। 


৪। eTIN না থাকলে নিচের Open New Savings Scheme অপশনে ক্লিক করুন।


৫। এরপর আপনি কত বছরের জন্য স্কিম করতে চান সেটা সিলেক্ট করুন। বিকাশে আপনি ২ বছর, ৩ বছর আর ৪ বছর এই ৩ টি টাইম ডিউরেশন সিলেক্ট করার অপশন পাবেন।

 

৪। এরপর মাসিক কত টাকা আপনি জমা করতে চান সেটা সিলেক্ট করুন। নূন্যতম ৫০০ টাকা থেকে শুরু করে আপনি ১০০০ টাকা, ২০০০ টাকা কিংবা ৩০০০ টাকা পর্যন্ত নির্বাচন করতে পারবেন।


৫। এরপর আপনাকে একজন নমিনির (Nominee) ইনফরমেশন দিতে হবে।


৬। কোন উদ্দেশ্যে সেভিংস করতে চান সেটা সিলেক্ট করুন।


৭। সেভিংস এর সামারি (Summary) দেখে নিশ্চিত হয়ে নিন।


৮। তাদের টার্মস আর কন্ডিশানস (Terms and Conditions) দেখে, ভালোভাবে বুঝে সম্মতি দিন।


৯। এরপর আপনার বিকাশ এ্যাকাউন্টের পিন নম্বর দিন। দিয়ে নিচের ট্যাপ বাটনটি চেপে ধরে রাখুন। 


*** সেভিংস এর রিকুয়েস্ট এক্সেপ্ট হলে bKash ও IDLC থেকে আপনাকে একটি কনফার্মেশন মেসেজ দেয়া হবে*** 


১০। ব্যাস! ওপেন হয়ে গেলো আপনার নতুন bKash Digital Scheme। 

BKash Digital Savings Scheme-এর সুবিধা কি?


১। ব্যাংকে না গিয়ে ঘরে বসেই সব কাজ করতে পারবেন।


২। সকল তথ্য দেখতে পারবেন বিকাশ এ্যাপ থেকেই।


৩। সেভিংস এর ধাপগুলো পর্যবেক্ষণ করতে পারবেন বিকাশ এ্যাপ থেকে।


৪। কিস্তির টাকা (যেই তারিখে এ্যাকাউন্ট খুলবেন প্রতি মাসের সেই তারিখে) বিকাশের মাধ্যমে অটোমেটিক জমা হয়ে যাবে।


৫। কিস্তির টাকা কেটে নেয়ার পূর্বে আপনাকে নোটিফিকেশন দেয়া হবে বিকাশ থেকে।


৬। ইন্টারেস্ট পাবেন।


৭। Savings এর সময় উত্তীর্ণ হলে সেই টাকা সরাসরি বিকাশে এ্যাড হয়ে যাবে।  



*** সবচেয়ে বড় সুবিধা: স্কিমের মেয়াদ শেষ হলে  ইন্টারেস্ট সহ সমুদয় টাকা বিকাশে এ্যাড হয়ে গেলে সেটা ক্যাশ আউট করে তুলতে পারবেন। কোনো প্রকার ক্যাশ আউট চার্জ লাগবে না। তবে সব টাকা একসাথে তুলতে হবে। এছাড়া হবেনা।*** 




Savings এর টাকা জমা দিতে না পারলে কি হবে?


বিকাশ প্রতি মাসে আপনার এ্যাকাউন্টে থাকা টাকা থেকে কিস্তির টাকা অটোমেটিক কেটে নিয়ে জমা করে দিবে আপনার সেভিংস এ্যাকাউন্টে। কোনো কারণে আপনার এ্যাকাউন্ট অচল থাকলে, বা পর্যাপ্ত টাকা না থাকলে বিকাশ টাকা জমা নিতে ব্যর্থ হবে। পরবর্তী দুইদিন পর্যন্ত চেষ্টা করেও বিকাশ যদি টাকা জমা নিতে ব্যর্থ হয় তাহলে আপনি আর ঐ দিনের ইন্টারেস্ট পাবেন না। 



বি.দ্র.: কোনো প্রকার পূর্বঘোষণা ছাড়াই বিকাশ এই সেবার যেকোনো শর্তাবলী যেকোনো সময় পরিবর্তন করার সম্পূর্ণ অধিকার রাখে।



আরও পড়ুনঃ বিকাশ থেকে সহজে লোন পাবেন কীভাবে? - bkash Loan 2022

আরও পড়ুনঃ বিকাশ একাউন্টের নাম্বার পরিবর্তন: সকল নিয়ম ২০২২



Post a Comment

4 Comments