iPhone 17 Series: Complete Overview in Bangla Design, Features, Performance & Price

এই বছরের সেপ্টেম্বর মাসে Apple তাদের নতুন iPhone 17 সিরিজ ঘোষণা করেছে। এই সিরিজের বেস মডেল হিসাবে থাকছে iPhone 17। এর পাশাপাশি স্বাভাবিকভাবেই থাকছে iPhone 17 Pro এবং iPhone 17 Pro Max, তবে সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো, এ বছর সিরিজে যুক্ত হয়েছে একটি নতুন মডেল “iPhone Air” Apple! 

আমি চেষ্টা করব নতুন iPhone 17 নিয়ে বিস্তারিতভাবে বলার জন্য, এর Design, Feature, Specifications, Price, সম্পর্কে।


প্রথমেই আসি Design প্রসঙ্গে: 

নতুন iPhone 17- এর সামনে ব্যবহার করা হয়েছে সর্বাধুনিক Ceramic Shield 2, যা স্ক্র্যাচ প্রতিরোধে আগের মডেলের তুলনায় প্রায় তিনগুণ বেশি কার্যকর। ফলে দীর্ঘদিন ব্যবহারেও ফোনটির স্ক্রিন আগের মতোই Clean থাকবে।

ডিজাইনের ধারাবাহিকতা বজায় রাখলেও এবার Apple বেজেল আরও পাতলা করেছে, যার ফলে স্ক্রিন-টু-বডি রেশিও বেড়ে গেছে এবং ভিজ্যুয়াল এক্সপেরিয়েন্স হয়েছে আরও ইমারসিভ। ফ্রেমটিও আরও কমপ্যাক্ট করা হয়েছে, যা ফোনটিকে একদিকে হালকা আবার অন্যদিকে মজবুত করেছে। হাতে নিলে প্রিমিয়াম ফিল আরও বেশি পাওয়া যায়।

Color ভ্যারিয়েশন নিয়েও Apple এবার ভিন্ন কিছু এনেছে। iPhone 17 বাজারে আসছে মোট ৫টি আকর্ষণীয় রঙে পাওয়া যাবে: Lavender, Mist Blue, Sage, White, Black।


এবার আসি চিপসেট ও পারফরম্যান্স নিয়ে:

নতুন iPhone 17-এ ব্যবহার করা হয়েছে সর্বশেষ A19 Chipset, যা তৈরি হয়েছে ৩-ন্যানোমিটার প্রযুক্তিতে। এই চিপসেটের কারণে CPU, GPU এবং Neural Engine, সবকিছু আগের তুলনায় আরও দ্রুত ও কার্যকর হয়েছে। ফলে Gaming, Multi-Tasking কিংবা Heavy Apps ব্যবহারে কোনো ধরনের ল্যাগ বা ধীরগতি অনুভব হবে না।

Networking প্রযুক্তিতেও এসেছে দারুণ উন্নতি। এতে রয়েছে নতুন N1-নেটওয়ার্কিং চিপ, যা WiFi 7, Bluetooth 6 এবং Thread সাপোর্ট করে। এর ফলে কানেক্টিভিটি হয়েছে আরও দ্রুত, স্থিতিশীল ও শক্তিশালী। তাঁর সাথে স্টোরেজ এবং RAM অপশনের ক্ষেত্রেও iPhone 17 বেশ ফ্লেক্সিবল। 

এখানে পাওয়া যাবে দুটি Storage ভ্যারিয়েন্ট, 256GB এবং 512GB, যা ব্যবহারকারীর প্রয়োজন অনুযায়ী বেছে নিতে পারবেন।


এবার সবচেয়ে আকর্ষণীয় অংশে ক্যামেরা:

নতুন iPhone 17-এ ব্যবহার করা হয়েছে 48MP Dual Fusion Camera সিস্টেম, যেখানে রয়েছে একটি উন্নত মেইন সেন্সর এবং একটি Ultra-Wide Sensor। প্রধান ক্যামেরায় আছে Optical Image Stabilization (OIS), ফলে চলাফেরার মধ্যেও ছবি হবে একদম Clear। এর সাথে টেলিফটো লেন্সেও এসেছে উন্নতি, যেখানে optical zoom ফিচার আরও উন্নত হয়েছে। এর ফলে দূরের ছবি তোলার সময় ডিটেইল হারানোর কোনো ভয় এবং ঝামেলাই থাকবে না।

সামনের ক্যামেরাও এবার বেশ শক্তিশালী। এতে রয়েছে 18MP Front Camera যা Center Stage ফিচারসহ আসে। এর ফলে গ্রুপ সেলফি হোক বা ভিডিও কল সবকিছুই হবে আরও Smart and Easy। বিশেষ করে Facebook, Zoom কিংবা Microsoft Teams-এ ভিডিও কলের জন্য এটি হবে দারুণ অভিজ্ঞতা। তা ছাড়া আরেকটি নতুন ফিচার হলো Dual Capture Video Recording, যেখানে একইসাথে সামনে ও পেছনের ক্যামেরা দিয়ে ভিডিও রেকর্ড করা যাবে। যারা কিনা Content Creator তাঁদের জন্য এটি সত্যিই একটি চমৎকার ব্যাপার।


ব্যাটারি ও চার্জিং:

নতুন iPhone 17 ব্যাটারির দিক থেকেও আগের তুলনায় আরও শক্তিশালী। Video Playback মোডে এটি একটানা প্রায় 30 Hours পর্যন্ত চলতে পারে, যা দীর্ঘ সময় ব্যবহারকারীদের জন্য দারুণ সুবিধা এনে দেবে।

কিন্তু এইবার চার্জিং সিস্টেমে রয়েছে বেশ কিছু আপডেট। এতে ব্যবহার করা হয়েছে USB-C পোর্ট, যার মাধ্যমে পাওয়া যাবে দ্রুত চার্জিং সুবিধা। ফলে অল্প সময় চার্জ দিলেই দীর্ঘ সময় ব্যবহার করা সম্ভব হবে।

এছাড়াও, iPhone 17 সাপোর্ট করছে ওয়্যারলেস চার্জিং এবং MagSafe টেকনোলজি, যা চার্জিং প্রক্রিয়াকে আরও সহজ, দ্রুত ও ঝামেলাহীন করে তুলে।


অন্যান্য ফিচার:

IP68 রেটিং এর কারণে এটি পানি ও ধুলো থেকে নিরাপদ। প্রয়োজন হলে প্রায় ৬ মিটার গভীর পানির মধ্যে ৩০ মিনিট পর্যন্ত সুরক্ষা দিতে সক্ষম হবে।

Face ID Security আগের মতোই রয়েছে, তবে এবার যোগ হয়েছে নতুন Memory Integrity Enforcement (MIE) নামের সিকিউরিটির, যা Memory সংক্রান্ত আক্রমণ থেকে ফোনকে সুরক্ষিত রাখবে। 

সফটওয়্যারের দিক থেকেও এটি এসেছে iOS 26 অপারেটিং সিস্টেমের সঙ্গে। নতুন ইউজার ইন্টারফেসের সঙ্গে এসেছে Apple Intelligence ফিচারসমূহ, যা ব্যবহারকারীর অভিজ্ঞতা আরও স্মার্ট ও সুবিধাজনক করে তুলবে। কিন্তু এতে অন্য অন্য ফোনের মতই নেই কোন ভিন্ন কিছু। 


এবার আসি মূল্য ও বাজারে কবে আসবে এই বিষয়ঃ 

USA iPhone 17-এর বেস মডেল শুরু হবে $799 থেকে, যা ২৫৬GB স্টোরেজ ভ্যারিয়েন্টের জন্য প্রযোজ্য।

বাংলাদেশে ফোনের দাম নির্ভর করবে বিভিন্ন কিছুর উপর, যেমন আমদানি খরচ, ট্যাক্স, দেশীয় রেট এবং মুদ্রার মান। সাধারণত এতে ইউএস ডলারের মার্কআপ আলাদাভাবে যুক্ত হয়, তাই দাম কিছুটা বেশি হতে পারে। কিন্তু প্রি-অর্ডার ইতিমধ্যেই শুরু হয়েছে, আর বিক্রি শুরু হবে ১৯ সেপ্টেম্বর ২০২৫ থেকে অনেক দেশে।

দাম তুলনামূলকভাবে উচ্চ হতে পারে, বিশেষ করে বাংলাদেশে কাস্টমস ও ট্যাক্সের কারণে, তাঁর সাথে বাজারে অন্য ফ্ল্যাগশিপ ফোনগুলোর সঙ্গে প্রতিযোগিতা, Android ভ্যালু-ফিচার ও দাম-ম্যাট্রিক্স অনেক ভালো অফার দিচ্ছে ! 


এই বছর iPhone 17 কতটা বিক্রি হবে এবং ইনভেস্টররা কতটা খুশি—এই বিষয় আমরা অন্য কোনো ব্লগে বিস্তারিতভাবে জানাবো। এছাড়া, iPhone 17-এর নতুন মডেল কেমন লেগেছে তা আমাদেরকে জানাতে পারেন কমেন্টে লিখে। 



Post a Comment

0 Comments