ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম ডাউন!

হুট করেই ফেসবুক, ইন্সটাগ্রাম আর হোয়াসটঅ্যাাপ অকেজো হয়ে যাওয়ায় বিড়ম্বনার স্বীকার সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা। 

অক্টোবর ৪, সোমবার, বাংলাদেশ সময় রাত ৯.৪৫ এর দিকে হঠাৎ করেই এই সাইটগুলোর সার্ভার ডাউন হয়ে গেছে। শুধু বাংলাদেশ নয়, এই সমস্যার ভুক্তভুগী সমগ্র বিশ্ব।


ব্রিটিশ গণমাধ্যম ইন্ডিপেন্ডেন্ট বলছে, ফেসবুকে লগইন করতে গিয়ে ব্যবহারকারীরা একটি এরর  মেসেজ দেখতে পাচ্ছেন। হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম কাজ করছে কিন্তু নতুন কোনো কন্টেন্ট দেখা যাচ্ছে না। এই অ্যাপসগুলো থেকে কোনো মেসেজও আদান প্রদান করা সম্ভব হচ্ছে না।  

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক এবং এর মালিকানাধীন অ্যাপগুলোর সার্ভার হুট করেই ডাউন হয়ে যাওয়ায় ব্যবহারকারীরা ফেসবুক, ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে পারছেন না। এতে দেখা দিয়েছে নানান বিড়ম্বনা।  

এদিকে ফেসবুক তাদের টুইটারে দেওয়া একটি বিবৃতিতে বলেছে, “দুঃখিত, কিছু একটা সমস্যার সৃষ্টি হয়েছে। আমরা সমস্যা নিয়ে কাজ করছি। যত তাড়াতাড়ি সম্ভব আমরা তা ঠিক করে নেবো।” 


 

অন্যদিকে সমস্যার কথা স্বীকার করে দুঃখপ্রকাশ করে টুইট করেছে হোয়াটসঅ্যাপ। সমস্যার সমাধান হলে ইউজারদের আপডেট দেওয়া হবে বলে তারা জানিয়েছে তাদের বার্তায়। একই বার্তা টুইটারে দিয়েছে ইনস্টাগ্রাম কর্তৃপক্ষ।   

Post a Comment

0 Comments