নতুন কি কি ফিচারস আছে আইফোন ১৩ এ: iPhone 13 Full Specifications

১৫ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় এ্যাপল পার্কে ইতোমধ্যেই লঞ্চ হয়েছে আইফোন ১৩। বরাবরের মতই আছে ৪ টি ভ্যারিয়েশনের মোবাইল ফোন- iPhone 13, iPhone 13 Pro, iPhone 13 Pro Max এবং iPhone 13 Mini। বাজারে এই ফোনগুলো পাওয়া যাবে ৫ টি ভিন্ন রঙে- গোলাপি, নীল, কালো (মিডনাইট), লাল (প্রোডাক্ট রেড) আর স্টারলেট। গত বছর পর্যন্ত আইফোন ১২ প্রো ম্যাক্স ছিলো আইফোনের সবচেয়ে ব্যয়বহুল মডেল। কিন্তু এবছর বিশেষ সব ফিচার নিয়ে লঞ্চ হওয়া আইফোন ১৩ প্রো ম্যাক্স ছাড়িয়ে গেছে আগের সকল রেকর্ড। 


নতুন কি কি ফিচারস আছে আইফোন ১৩-এ?

১। আইফোন ১৩ প্রো এবং ১৩ প্রো ম্যাক্সে থাকছে বিল্ট ইন ১ টেরাবাইট মেমোরি।

২। আইফোন ১৩ এবং ১৩ মিনিতে থাকবে ৫১২ জিবি ও ১২৮ জিবি মেমোরি। 

৩। আইফোন ১৩ ও আইফোন ১৩ মিনিতে পাওয়া যাবে সুপার রেটিনা এক্সডিএ ডিসপ্লে, আইপি৬৪ রেটিং, এ১৪ বায়নিক প্রসেসর, ১২ মেগাপিক্সেল ডুয়েল রিয়ার ক্যামেরা ও আইওএস ১৫ অপারেটিং সিস্টেম।

৪। ডিজাইনে তেমন পরিবর্তন না থাকলেও ব্যাটারি ও পারফরম্যান্সের দিক থেকে অনেক বেশী উন্নতমানের হবে আইফোন ১৩। 

৫। অ্যাপলের নতুন চিপ আগের থেকে ৫০ শতাংশ বেশি দ্রুত পারফরম্যান্স।

৬। আইফোন ১৩ কমপক্ষে আড়াই ঘণ্টা বেশি ব্যাটারি ব্যাকআপ দিবে অন্য অন্য পুরোনো সিরিজের আইফোন থেকে ।  

৭। নতুন ফিচার হিসেবে উচ্চমানের ভিডিও রেকর্ডিং সিস্টেম 'প্রোরেস' যুক্ত করা হয়েছে। 

৮। আইফোন ১৩ তে 'পোরট্রেট মোড'-এ ভিডিও করা যাবে, যাতে থাকবে 'ডেপথ অব ফিল্ড' ইফেক্ট। নতুন এই 'সিনেমাটিক মোড' ক্যামেরার ফ্রেমে চলে আসা কোন ব্যক্তিকে আগেভাগেই শনাক্ত করতে পারবে।

৯। অ্যাপল দাবি করছে নতুন আইফোনের অনেক কিছু পরিবেশবান্ধব উপাদান দিয়ে তৈরি করা হয়েছে - যেমন অ্যাপলের ভাষ্যমতে ফোনটির অ্যান্টেনা লাইন প্লাস্টিকের পানির বোতল থেকে তৈরি করা হয়েছে। 

১০। তিনটি করে ক্যামেরা রয়েছে আইফোন ১৩ প্রো এবং প্রো ম্যাক্সে। অ্যাপল 'আইফোনের সবচেয়ে উন্নত ক্যামেরা সিস্টেম বলছে অ্যাপল।'

১১। আইফোন ১৩ নতুন মডেলে, আইফোন ১২ এর মত 5G সংযোগের সুযোগ রয়েছে।


আইফোন ১৩ এর বাজারমূল্য কত? 

১। iPhone 13 Mini এর দাম ৬৭৯ পাউন্ড যুক্তরাজ্যে, যার মূল্য টাকায় দাঁড়ায় প্রায় ৮০ হাজার টাকা।

২। iPhone 13 এর দাম ৭৭৯ পাউন্ড, টাকায় প্রায় ৯২ হাজার টাকা।

৩। iPhone 13 Pro এর দাম ৯৪৯ পাউন্ড যা টাকায় ১ লাখ ১২ হাজার টাকার মত।

৪। অপেক্ষাকৃত বড় আইফোন iPhone 13 Pro Max এর দাম ১০৪৯ পাউন্ড। বাংলাদেশি টাকায় রূপান্তর করলে যার দাম দাঁড়ায় ১ লাখ ২৪ হাজার টাকা (প্রায়)।

Post a Comment

0 Comments