মোবাইলে এইচএসসির ফল জানবেন যেভাবে

আজ বুধবার সকাল ১০টায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল তুলে দেন শিক্ষামন্ত্রী দিপু মনি ও সব বোর্ডের চেয়ারম্যানেরা। দুপুর সাড়ে ১২টায় শিক্ষা মন্ত্রণালয় সংবাদ সম্মেলনে বিস্তারিত ফলাফল প্রকাশ করবে। এরপরই মোবাইলের মাধ্যমে সারা দেশের শিক্ষার্থীরা এইচএসসির ফল জানতে পারবেন।


আটটি সাধারণ বোর্ডের অধীনে এইচএসসির ফল জানাতে HSC লিখে স্পেস দিয়ে বোর্ডের প্রথম তিন অক্ষর স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০১৯ লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠাতে হবে। ফিরতি এসএমএসে ফল জানিয়ে দেওয়া হবে।

-Example: HSC<space>DHA<space>105588(Roll)<space>2019  লিখে পাথিয়ে দিন 16222

মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে আলিম পরীক্ষার ফল জানতে Alim লিখে স্পেস দিয়ে Mad স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০১৯ লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠাতে হবে। ফিরতি এসএমএসে ফল পাওয়া যাবে।

-Example: Alim<space>MAD<space>105588(Roll)<space>2019  লিখে পাথিয়ে দিন 16222

কারিগরি বোর্ড এইচএসসির ফল জানতে HSC লিখে স্পেস দিয়ে Tec লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে ২০১৯ লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠাতে হবে। ফিরতি এসএমএসে ফল জানিয়ে দেওয়া হবে।

-Example: HSC<space>Tec<space>105588(Roll)<space>2019  লিখে পাথিয়ে দিন 16222


এবার আটটি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি বোর্ড মিলিয়ে ১০টি বোর্ডের অধীনে মোট পরীক্ষার্থী ছিলেন ১৩ লাখ ৩৬ হাজার ৬২৯ জন। এর মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৯ লাখ ৮৮ হাজার ১৭২ জন।


**মোবাইল দিয়ে এইচএসসি রেজাল্ট ২০১৯ মার্কসীট সহ কিভাবে দেখবেন হবে তা জানতে এখানে Click Here করুন** 

Post a Comment

0 Comments